
ডেস্কও ওয়েব ডেস্কঃ বর্তমান করোনা পরিস্থিতিতে বেসরকারি স্কুলের বাস চালক ও সহ চালকদের বেতন নিয়ে
উদ্ভূত সমস্যা সমাধানের দাবি নিয়ে মঙ্গলবার শ্রমদপ্তরের কমিশনারের দ্বারস্থ হলো
ত্রিপুরা প্রাইভেট স্কুল বাস চালক ও সহ চালক সমিতি।
সমিতির পক্ষ থেকে ৫ সদস্যের এক প্রতিনিধি দল শ্রমদপ্তরে গিয়ে দপ্তরের যুগ্ম
শ্রমকমিশনার এসবি নাথের নিকট ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন
শ্রমিক নেতা বিপ্লব কর। তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান করোনা
পরিস্থিতিতে প্রথম মাসে বেসরকারি স্কুল বাস চালক ও সহ চালকদের বেতন ঠিকঠাক ভাবে
প্রদান করেছিল বাস মালিকরা। কিন্তু পরের মাসে দেখা যায় বেসরকারি স্কুলের বাস চালক
ও সহ চালকদের ন্যায্য বেতনের থেকে কম বেতন প্রদান করছে বাস মালিকরা। এই সমস্যা
সমাধানের দাবিতে এই দিন ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

0 মন্তব্য