
ডেস্কও ওয়েব ডেস্কঃ রাজধানীর দক্ষিন ইন্দ্রনগর বজেন্দ্র পাড়া এলাকার নেশা কারবারিদের বিরুদ্ধে
ব্যবস্থা গ্রহণের দাবিতে পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশান প্রদান করলো এলাকার
সাধারন লোকজন।
ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা সন্তোষ হালদার দেশি মদ সহ বিভিন্ন
ধরনের নেশা সামগ্রীর ব্যবসা চালিয়ে যাচ্ছে নিজ বাড়িতে। এইনিয়ে এলাকার লোকজন
প্রতিবাদ জানায়। এতে সন্তোষ হালদার ক্ষিপ্ত হয়ে সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে এলাকার
কিছু লোকের বাড়ি ঘরে হামলা চালায়।
এই নিয়ে জিবি ফাঁড়িতে সন্তোষ হালদার সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়
এলাকাবাসিদের পক্ষ থেকে। কিন্তু পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি। তখন এলাকার
লোকজন পূর্ব মহিলাথানায় পুনঃরায় লিখিত অভিযোগ জানায়। কিন্তু পূর্ব আগরতলা মহিলা
থানার পুলিশ অভিযোগকারিদের কোন ধরনের রিসিভ কপি প্রদান করে নি। তাই এইদিন এলাকার
লোকজন পূর্ব আগরতলা মহিলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে
ডেপুটেশান প্রদান করে। তবে এইদিন এলাকার লোকজন পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত
করে।

0 মন্তব্যসমূহ