
ডেস্কও ওয়েব ডেস্কঃ বুধবার পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান
করে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। করোনা পরিস্থিতিতে ছয়টি বিষয়
এদিন অধিকর্তার হাতে তুলে দেন তারা।
আচমকা রাজ্যে করোণা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। সেই বিষয়ে কথা মাথায়
রেখে করোনা চিকিৎসা সংক্রান্ত একটি পৃথক হাসপাতাল করার দাবি জানানো হয়। এই পরিস্থিতিতে এজিএমসি-তে
বর্তমানে ওপিডি ও অন্যান্য সার্জারি বন্ধ করার দাবি জানান। চিকিৎসা করতে গিয়ে বহু
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে
যেতে হচ্ছে। তাই নতুন করে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক নিয়োগের দাবি জানান
তারা।
মেডিকেলটিমে অভিজ্ঞ চিকিৎসকদের যুক্ত করার বিষয়টিও এদিন উত্থাপন করা হয় অল
ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে । এই ছয় দফা দাবির উপর গুরুত্ব
সহকারে দেখার আশ্বাস দিয়েছেন অধিকর্তা।

0 মন্তব্যসমূহ