
ডেস্কও ওয়েব ডেস্কঃ সাম্যবাদী তত্ত্বের স্রষ্টা, মহান দার্শনিক কার্ল মার্কসের জন্মদিন পালন করলো সিপিআইএম ত্রিপুরা রাজ্য
কমিটি। মঙ্গলবার কার্ল মার্কসের ২০৩ তম
জন্মদিন। রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে দিনটি পালন করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে দলের রাজ্য নেতৃত্বদের উপস্থিতিতে দিনটি পালন করা
হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক
গৌতম দাস, সিপিআইএম রাজ্য
কমিটির সদস্য নারায়ণ কর, রতন ভৌমিক, নরেশ জমাতিয়া,
সহ অন্যান্যরা। উপস্থিত সকলে মহান দার্শনিক কার্ল
মার্কসের পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে দিনটির
গুরুত্ব তুলে ধরনের।

0 মন্তব্যসমূহ