
ডেস্কও ওয়েব ডেস্কঃ বর্তমান করোনার সময় করোনামুক্ত হয়েছে বলে কোন রাজ্যকেই ঘোষণা করা যাবে না। সে
কথা প্রমাণ হয়ে গেল আরো একবার ত্রিপুরার ঘটনায়।
রাজ্যকে কোভিড-১৯ মুক্ত হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কিন্তু বহিঃরাজ্য থেকে আসা অ্যাম্বুলেন্স চালকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ার পরই
চিন্তিত হয়ে পড়েছেন প্রত্যেকে।
করোনা মোকাবিলায় বাড়তি সতর্কতা হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে স্বাস্থ্য
দফতরের পদস্থ আধিকারিকরা রাজ্যের সব জেলার জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে
কথা বলেন।
ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথা বলে, রাজ্যবাসীর নিরাপত্তা সকলের আগে। এছাড়া রাজ্যের বাইরে যারা
আটকে পড়েছেন, তাঁদের
পাশাপাশি জননিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলে তিনি জানিয়েছেন।
কোভিড-১৯ আক্রান্ত উক্ত অ্যাম্বুলেন্স চালক বর্তমান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
উল্লেখযোগ্য যে, বাইরের রাজ্যে
আটক হয়ে পড়া ত্রিপুরার নাগরিকরা পাস নিয়ে রাজ্যে আসছেন ধীরে ধীরে। কিন্তু রাজ্যে
প্রবেশ করার পর তাঁদের কোথায় কোয়ারেন্টাইন করা হবে, কীভাবে রাখা হবে, এই সমস্ত বিষয়ে জেলাশাসকদের সঙ্গে স্বাস্থ্য দফতর বৈঠক অনুষ্ঠিত করে।

0 মন্তব্যসমূহ