About Me

header ads

সিএনজি পাইপ লিক, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল খয়েরপুর!


ডেস্কও ওয়েব ডেস্কঃ  খয়েরপুরে লিক হয়ে গেছে সিএনজি পাইপ লাইন। এ ঘটনা সকাল সাড়ে দশটায়। এক ঘন্টা অনবরত গ্যাস বের হবার পর সিএনজি প্রকোশলীরা গিয়ে নির্গমন বন্ধ করতে সক্ষম হন। এর আগে দুটি অগ্নি নির্বাপক গাড়ি ছুটে গিয়েছিল।  কিন্তু গ্যাস নির্গমন বন্ধ করতে পারে নি।এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। যদিও গ্যাস নির্গমন হলেও অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি।
এলাকাবাসী সুত্রে খবর; সেখানে একটি  ড্রজার ড্রেইন পরিস্কার করার সময় সিএনজি পাইপ ফুটো হয়ে যায়। তীব্র বেগে গ্যাস বের হতে থাকে। রক্ষা আগুন ধরেনি। তবে এখন বিপদ কেটে গেছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ