ডেস্কও ওয়েব ডেস্কঃ রাজ্যে বিএসএফ জওয়ানদের মধ্যে করোনা সংক্রমণের উৎস সন্ধানে বৃহস্পতিবার
রাজ্যে এল কেন্দ্রীয় তিন সদস্যের প্রতিনিধি দল। এদিন বিকাল নাগাদ সড়কপথে শিলং
থেকে পৌঁছায় এই দলটি। এদিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন নিগ্রিমস হাসপাতালে
অ্যাসোসিয়েট প্রোফেসার তথা মেডিসিন বিভাগের প্রধান ডাঃ জি কে মেথি। এছাড়া ছিলেন
নিগ্রিমস হাসপাতালে মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ ভূপেন বর্মণ এবং
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আঞ্চলিক অধিকর্তা ডাঃ এস ডি
মজুমদার।
প্রতিনিধি দল প্রথমে যান মহকুমা শাসকের কার্যালয়ে। সেখান থেকে তারা যান আমবাসা
জওহর নগর এলাকায়। শেষে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি আমবাসায় অবস্থিত ধলাই জেলা শাসকের
কার্যালয়ে যায়। সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন কেন্দ্রীয়
প্রতিনিধি দলের সদস্যরা।

0 মন্তব্য