![]() |
(প্রতিক ছবি) |
ডেস্কও ওয়েব ডেস্কঃ করোনা পরিস্থিতির দিকে নজর রেখে বৃহস্পতিবার বি.এস.এফের স্বাস্থ্য কর্মী ও
চিকিৎসকের ৩০ সদস্যের একটি দল জিবি হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থাপনা খতিয়ে
দেখতে আসে। তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। কিভাবে পরিষেবা প্রদান করা
যায় সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছেন বি.এস.এফের স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকেরা।
শালবাগানস্থিত বি.এস.এফ-এর সদর কার্যালয়ে অবস্থিত হাসপাতালটি ব্যবহারের আগে এই
অভিজ্ঞতা নিতেই বৃহস্পতিবার জিবি হাসপাতালে যায় দলটি। এই দলের মধ্যে ৭ জন চিকিৎসক
সহ স্বাস্থ্য কর্মীরা রয়েছে। তাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যাবতীয় তথ্য ও
প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হচ্ছে।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব
এস.কে রাকেশ।

0 মন্তব্যসমূহ