
ডেস্কও ওয়েব ডেস্কঃ ত্রিপুরার মাটিতে আপেল চাষ করে তাক লাগিয়ে দিল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের
লাল টিলা এলাকার বাসিন্দা মিঠুন সরকার। কৃষক পরিবারের ছেলে মিঠুন সরকার এক বিঘা
জমিতে আপেল চাষ করে সকলকে অবাক করে দিয়েছে। তার বাগানে রয়েছে ১৭৩ টি গাছ। প্রায়
প্রত্যেকটি গাছে বর্তমানে আপেল ধরেছে। সবুজ এবং লাল দুই ধরনের আপেল রয়েছে তার
বাগানে

মিঠুন সরকার জানায় একটি বিজ্ঞাপন দেখে তার আপেল চাসের প্রতি আগ্রহ তৈরি হয়।
সেই থেকে সে আপেল চাষের দিকে ঝুকে যায়। তার এই আপেল বাগান করতে প্রায় তিন লক্ষ
টাকা খরচ হয়েছে।
সে আরও জানায় সরকার থেকে এখনো পর্যন্ত বড় ধরনের কোন সুযোগ সুবিধা সে পায়নি।
বর্তমানে আপেল বাগানের চারপাশে বাউন্ডারি ওয়াল প্রদান করার জন্য সে স্থানীয় ব্লকে
আবেদন পত্র জমা দিয়েছে। এইদিকে মিঠুন সরকারের এই সাফল্যে খুশি এলাকার বিধায়ক
কৃষ্ণধন দাস। তিনি জানান মিঠুন সরকারের এই সাফল্যে তিনি গর্বিত। তিনি সকলকে এই
ধরনের কাজে যুক্ত হয়ে শ্বাবলম্বি হওয়ার আহ্বান জানান।

0 মন্তব্যসমূহ