
ডেস্কও ওয়েব ডেস্কঃ নিজ বাড়ি থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনা রাজধানীর চিত্তরঞ্জন
ক্লাব সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম সম্রাট পাল, বয়স ২৫ । পেশায় রেস্টুরেন্টের মালিক। মৃত যুবকের পিতা জানান
প্রতি দিনের মত তিনি ছেলেকে ডেকে যান সকালে। কিন্তু দীর্ঘ সময় দরজা না খোলায়
সন্দেহ হয় তাদের। এরপর ঘর থেকে উদ্ধার হয় সম্রাটের ঝুলন্ত মৃতদেহ।

পিতা আরও জানান বেশ কয়েকদিন আগে অসুস্থ হয় সে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়
ছেলেকে। ওষুধ খাচ্ছিল সম্রাট। কিন্তু এরই মাঝে খাওয়া দাওয়া ছেড়ে দেয় সে। ভাত খেতে
দিলে অনিহা প্রকাশ করত। সারাক্ষন অসুস্থ বলে জানাত। এরই মাঝে এই কান্ড ঘটনা
সম্রাট। খবর পেয়ে ছুটে যায় পূর্ব থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের
জন্য মর্গে পাঠিয়ে দেয়। ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবারটি।

0 মন্তব্য