
ডেস্কও ওয়েব ডেস্কঃ পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা এক গৃহবধূর। ঘটনা রাজধানী সংলগ্ন
কবিরাজটিলা এলাকায়। মৃতার নাম পারমিতা সরকার। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই
পরিবারের সদস্যরা মহিলার ঝুলন্ত মৃতদেহ নামিয়ে ফেলে।

জানা গেছে ৫ বছর আগে পারমিতার বিয়ে হয় কবিরাজটিলার বাসিন্দা বাবুল সরকারের
সঙ্গে। মৃতার বাপের বাড়ি কালিবাজার। পরিবারের ছিল অশান্তি। স্বামী স্ত্রীর মধ্যে
ঝামেলা লেগেই থাকত। ধারনা করা হচ্ছে সেই অশান্তি থেকেই আত্ম হত্যার পথ বেছে নিয়েছে
স্ত্রী পারমিতা। প্রশ্ন উঠেছে পুলিশ যাওয়ার আগে কেন মৃতদেহ নামিয়ে ফেলল স্বামী তা
নিয়েও।
এদিকে জানা গেছে মৃতার দেড় মাসের এক কন্যা সন্তান রয়েছে। পশ্চিম মহিলা থানার
পুলিশ ঘটনা স্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। গৃহবধূর অস্বাভাবিক
মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

0 মন্তব্যসমূহ