About Me

header ads

এপ্রিল মাসের বেতন না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা এক এস পি ও জওয়ানের!


ডেস্কও ওয়েব ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশজুড়ে লকডাউন চলছে। তার উপর এখনো পর্যন্ত মিললোনা এপ্রিল মাসের বেতনের টাকা। তাই ধারালো ছুরি দিয়ে নিজের হাত নিজে কেটে আত্মহত্যার চেষ্টা করে এক এসপিও জওয়ান।
ঘটনা বুধবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া থানায় কর্মরত এসপিও ভজন নমো দাস। এক সন্তান ও স্ত্রী  সহ তিন জনের সংসার তার। মাসের শেষে যে বেতন পায় সেই টাকা দিয়ে তার সংসার চলে। কিন্তু গত এপ্রিল মাসের বেতন এখনো পায়নি সে। এই পরিস্থিতিতে সংসারের চাকা সচল রাখা দায় হয়ে দাড়িয়েছে তার।
এক প্রকার বাধ্য হয়ে বুধবার সন্ধ্যায় সে নিজের হাত ধারালো ছুরি দিয়ে কেটে আত্মহত্যার চেষ্টা করে। সে নিজেই স্বীকার করে বেতনের টাকা না পেয়ে সে এই কাজ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ