ডেস্কও ওয়েব ডেস্কঃ মাধ্যমিকের সমস্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেবল মাত্র পুরনো সিলেবাসের কিছু
পরীক্ষা বাকি ছিল। উচ্চ মাধ্যমিকের অর্ধেক পরীক্ষা হয়ে গিয়েছে। কিছু পরীক্ষা বাকি
আছে। এই ক্ষেত্রে অন্যান্য রাজ্য ও সিবিএসসি-কে অনুসরণ করছে। ইতিমধ্যেই জে সমস্ত
পরীক্ষা হয়ে গেছে তার উত্তর পত্র মূল্যায়ন করছে প্রায় দুই হাজার শিক্ষক শিক্ষিকা।
১৩ টি সেন্টারে চলছে এই মূল্যায়নের কাজ।

আগামী দুই এক দিনের মধ্যে খাতা দেখা সম্পন্ন হবে। অনেকটা কাজ এগিয়ে রাখা
হচ্ছে। বাকী জে সমস্ত পরীক্ষা রয়েছে সেই ক্ষেত্রে লক ডাউন উঠলে কি ব্যবস্থা নেওয়া
যায় তার দিকে নজর রাখছে সরকার। আগে বলা হয়েছিল অন্যান্য পরীক্ষার সবাই পরবর্তী
ক্লাসে উত্তীর্ণ হবে। কিন্তু নবম ও একাদশ শ্রেণীর ক্ষেত্রে সিবিএসসি-র নিয়ম
অনুয়ারি বাকী পরীক্ষা গুলির ফলাফল বিবেচিত হবে ষন্মাসিক পরীক্ষার ফলাফলের উপর। তার
পরেই রেজাল্ট প্রকাশ করা হবে।
গুনগত শিক্ষার দিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে বলে জানান
শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। এই সিদ্ধান্ত গুলি কার্যকর করা হচ্ছে বলে জানান তিনি।

0 মন্তব্যসমূহ