
ডেস্কও ওয়েব ডেস্কঃ মায়ের উপর অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিল ছেলে। ঘটনা মুঙ্গিয়াকামি থানার
অন্তর্গত রঙ্গিয়া এলাকায়।
মৃত যুবকের নাম লক্ষণ দেববর্মা, বয়স আনুমানিক ১৭ বছর। ঘটনার
বিবরণে জানা যায় শুক্রবার রেগার কাজে যায় লক্ষণ দেববর্মা। কাজ থেকে বাড়িতে এসে
দেখতে পায় মা খাবার তৈরি করেনি। এই নিয়ে মায়ের সাথে ঝগড়া হয়। তার জেরে মায়ের
উপর অভিমান করে শুক্রবার রাতে বাড়ির অদূরে একটি সেগুন গাছে ফাসিতে আত্মহত্যা করে
লক্ষন দেববর্মা।

শনিবার সকালে এলাকার লোকজন মৃতদেহ দেখতে পেয়ে মুঙ্গিয়াকামি থানার পুলিশকে খবর
দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে
পাঠায়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। ঘটনাকে কেন্দ্র
করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

0 মন্তব্য