About Me

header ads

জিবি যাওয়ার পথেই মৃত কন্যা সন্তান প্রসব করলেন এক মহিলা!


ডেস্কও ওয়েব ডেস্কঃ প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক মহিলা সরকারি অ্যাম্বুলেন্স মৃত কন্যা সন্তান প্রসব করলেন।
ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগর কদমতলা বাসিন্দা সুমন্ত দেবনাথের স্ত্রী চন্দনা দেবনাথ প্রসব যন্ত্রণা নিয়ে ধর্মনগর হাসপাতালে ভর্তি হয় বৃহস্পতিবার রাতে। অবস্থা বেগতিক দেখে শুক্রবার সকাল ন'টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীকে জিবি হাসপাতালে রেফার করে দেন।
সেই মোতাবেক রোগিনীকে নিয়ে সরকারি অ্যাম্বুলেন্স রওনা দেয়। মুঙ্গিয়াকামী আসামাত্র ওই মহিলা চন্দনা দেবনাথ  অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেন। পরে এম্বুলেন্সের চালক তড়িঘড়ি গাড়িটি নিয়ে তেলিয়ামুড়া  মহকুমা হাসপাতালে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান প্রসব হওয়া সন্তানটি মৃত।
এ্যাম্বুলেন্সের চালক জানান মাঝপথে ঐ মহিলা কন্যা সন্তান প্রসব করেছে। কিন্তু সদ্যোজাত শিশুটি ছিল মৃত। তবে ঐ মহিলা সুস্থ রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ