
ডেস্কও ওয়েব ডেস্কঃ নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা এক ১১ বছরের কিশোরের। ঘটনা কাঞ্চনপুরের। মৃত
কিশোরের নাম বিশাল দেবনাথ।
বিশালের পিতা বিজয় নাথ জানান তার এক আত্মিয় অসুস্থ থাকায় স্ত্রীকে নিয়ে
হাসপাতালে আসেন তিনি। হাসপাতালে ভর্তি করিয়ে বাড়ি ফেরেন। বাড়িতে প্রবেশ করতেই ঘরে
ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান পিতা। জানা গেছে পিতা বিজয় নাথ পেশায় অ্যাম্বুলেন্স
চালক। কি কারণে এই কান্ড ঘটালো বিশাল তা স্পষ্ট নয়।
এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায়
পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

0 মন্তব্য