
ডেস্কও ওয়েব ডেস্কঃ লকডাউন এর ফলে রাজ্যজুড়ে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ব্যাহত হচ্ছে পড়াশোনা।
এই অবস্থায় রাজ্যের ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে একাধিক সিদ্ধান্ত নিয়েছে
শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই অনলাইনে ক্লাস শুরু করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ধাপে
ধাপে স্কুলের পঠন পাঠন শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে
শিক্ষামন্ত্রী রতন লাল নাথ রাজ্যের
শিক্ষকদের কাছে আহ্বান জানান তাদের নিজ নিজ এলাকায় বসবাসকারী পাঁচজন
ছাত্রছাত্রীকে নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদান করার জন্য।
শিক্ষামন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে
সোমবার এগিয়ে এলেন এক শিক্ষক। নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এর শিক্ষক বাবুল চন্দ্র
দাস তার নিজ এলাকার ছাত্র-ছাত্রীদের প্রতিদিন একটি নির্ধারিত সময়ে পাঠদান করার বিষয়ে এগিয়ে আসেন।
নেতাজি চৌমুনী কালীবাড়ি লেনের ৩ নং রোড এলাকায় এই শিক্ষকের বাড়ি। এদিন তার
বাড়িতে ৫ জন ছাত্র-ছাত্রী এই উদ্যোগে শামিল হয়। শিক্ষক বাবুল চন্দ্র দাস জানান
রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা এইভাবে এগিয়ে এলে ছাত্র-ছাত্রীদের অনেক উপকার হবে।
শিক্ষকের এই উদ্যোগে খুশি ছাত্র ছাত্রীরা।

0 মন্তব্যসমূহ