About Me

header ads

রাজ্যে ফাঁসিতে আত্মঘাতী এক মহিলা স্টাফ নার্স!


ডেস্কও ওয়েব ডেস্কঃ ফাঁসিতে আত্মঘাতী মহিলা স্টাফ নার্স। ঘটনা ঊনকোটি জেলার কৈলাশহর পৌর পরিষদের অন্তর্গত বৌউলাবাসা ১নং ওয়ার্ডে।
ঘটনার বিবরণে জানা যায় ঠাকুরদাসি দেবনাথ- পেশায় নার্স।  বর্তমানে চন্ডিপুর ব্লকের অন্তর্গত সমরুরপার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত। বৌলাবাসা স্থিত ভাড়া বাড়িতে তিনি ও তার স্বামী এবং এক ছেলে থাকতেন। তার স্বামী পেশায় কন্ক্টেকটার।
বৃহস্পতিবার সকালে নিজ কাজে আগরতলা উদ্দেশ্যে জান। সকালবেলা খাওয়া দাওয়ার পর স্বামীর অবর্তমানে ছেলেকে একা রেখে নিখোঁজ হয়ে যায়। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন বাড়ির মালিক দেখতে পায় ঠাকুরদাসী দেবনাথের ছেলে একা খেলছে। বাড়ির মালিক অনেক খোঁজাখুঁজির পর বিষয়টি এলাকাবাসীকে জানায়।
পরবর্তী সময়ে এলাকাবাসীর সহযোগিতায় ঘরের বাথরুমের দরজা ভেঙে ফাঁসিতে আত্মঘাতী মহিলা অবস্থায় উদ্ধার হয় মহিলা।  কৈলাশহর মহিলা থানায় খবর দেওয়া হয়। কৈলাশহর মহিলা থানা এসে মৃতদেহ ঊনকোটি জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। আত্মহত্যার কারন স্পষ্ট নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ