
ডেস্কও ওয়েব ডেস্কঃ তিন দফা দাবির ভিত্তিতে সোমবার রাজ্যের সাতটি জেলার জেলা শিক্ষা আধিকারিকের
কাছে ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা ১০৩২৩ ভিক্টিমাইজ্ড টিচার্স এসোসিয়েশন।
অনুরূপ ভাবে এদিন রাজধানীর শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা অধিকর্তার কাছে দাবি সনদ তুলে
দেন তারা।
ত এপ্রিল মাসের বকেয়া বেতন রিলিজ করা, আইন গত ভাবে তাদের ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কেন বিলম্ব
হচ্ছে সেই সম্পর্কে জানানো সহ তিন দফা দাবি। শিক্ষা অধিকর্তা তাদের আশ্বস্ত করেছেন
মামলার গতি প্রকৃতি নিয়ে তিনি দিল্লির আইনজীবীর সঙ্গে কথা বলবেন বলে জানান
এসোসিয়েশনের সদস্যরা।

0 মন্তব্যসমূহ