
ডেস্কও ব্যুরোঃ শুক্রবার বৈদ্যুতিন, প্রিন্ট ও সোস্যাল মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে
রবীন্দ্রভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তথ্য,সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই
আলোচনা সভায় সুপ্রীম কোর্ট প্রদেয় নির্দেশাবলী সম্পর্কে সকলকে অবগত করা
হয়। করোনা সম্পর্কিত ভুয়া খবর প্রচার ও পরিবেশ যাতে না করা হয় সেই
সম্পর্কে সকলকে অবগত করা হয় তথ্য , সংস্কৃতি দপ্তরের উদ্যোগে।
কোন তথ্য
যাচাই না করে খবর পরিবেশন করা থেকে বিরত থাকার আবেদন জানানো হয়। ভুয়া ও
বিভ্রান্তি মূলক খবর যাতে পরিবেশন না করা হয় সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার
আহ্বান জানান তথ্য , সংস্কৃতি দপ্তরের সচিব শৈলেন্দ্র সিং।
সকলে মিলে এই
নির্দেশিকা মেনে চলবেন বলে আসা ব্যক্ত করেন তিনি। উপস্থিত ছিলেন দপ্তরের
অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্যরা।

0 মন্তব্যসমূহ