
ডেস্কও ওয়েব ডেস্কঃ সোমবার থেকে পশ্চিম জেলায় অত্যাধুনিক ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে নমুনা
সংগ্রহের কাজ শুরু হয়েছে। এইদিন এই অত্যাধুনিক ভ্রাম্যমাণ গাড়িটির মাধ্যমে রাজ্য
অতিথি শালায় কোয়ারেন্টাইনে থাকা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নমুনা সংগ্রহ করা
হয়।
উল্লেখ্য এই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা করোনা ভাইরাস আক্রান্ত রোগীর
চিকিৎসায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তারা ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। এইদিন
তাদের নমুনা সংগ্রহে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অফিসার ডাক্তার সঙ্গীতা
চক্রবর্তী।
তিনি জানান আগরতলা পুর নিগম থেকে নমুনা সংগ্রহের জন্য এই গাড়িটি প্রদান করা
হয়েছে। এই গাড়িটির মাধ্যমে নমুনা সংগ্রহ করার ফলে PPE কম লাগে। গাড়ির অভ্যন্তরে থেকে যে নমুনা সংগ্রহ করে তার PPE
প্রয়োজন হয়না। আর বাইরে থেকে যে স্বাস্থ্য কর্মী
সহযোগিতা করে শুধুমাত্র তার PPE প্রয়োজন হয়। এই ধরনের গাড়ি পরীক্ষা মূলক ভাবে শুধু মাত্র পশ্চিম জেলায় একটি
প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

0 মন্তব্যসমূহ