
ডেস্কও ব্যুরোঃ ভারতের অসমে দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্ত রোগির সংখ্যা।
শনিবার রাজ্যে ফের একজনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তিনি উত্তর লক্ষীমপুরের বাসিন্দা।
উল্লেখযোগ্য যে, আক্রান্ত উক্ত ব্যক্তিও নিজামুদ্দিনের জামাত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটারের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
Alert ~ One more #Covid_19 positive case from North Lakhimpur District has been confirmed, taking the total number in Assam to 25.— Himanta Biswa Sarma (@himantabiswa) April 4, 2020
This patient is also related to #NizamuddinMarkaz event in Delhi.
Update at 11.16 am/ April 4
এ পর্যন্ত অসমে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।
ভয়ানক তথ্যটি হলো, আকারন্ত ২৫ জনের মধ্যে ২৪ জনের সম্পর্ক রয়েছে দিল্লির নিজামুদ্দিনের সঙ্গে।

0 মন্তব্যসমূহ