
স্থানীয় মানুষের সহায়তায় তিন নেশা কারবারীকে ও ক্রেতাকে আটক করল পুলিশ। মোট
তিন জনকে গ্রেপ্তার করে মহারাজ গঞ্জ ফাঁড়ির পুলিশ। তবে এই ঘটনায় বাকী
কারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় স্থানীয় বাসিন্দারা।
স্থানীদের
বক্তব্য বেশ কয়েকদিন ধরে রামঠাকুর সংঘের শীতলা তলি এলাকায় কিছু যুবকের
আনাগোনা ঘটছে। তারা বাইরে থেকে এসে কিছু করছিল বলে স্থানীয়দের সন্দেহ হয়।
সেই মোতাবেক মঙ্গলবার রাতে এক জনকে আটক করে স্থানীয় মানুষ। তার পকেট থেকে
উদ্ধার হয় ড্রাগসের কৌটা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আরো দুজনকে দৌড়ে গিয়ে আটক
করে। কিন্তু বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ
গিয়ে ধৃত তিন জনকে নিজেদের হেপাজতে নেয়।
আটক তিন জনের নাম শিব শঙ্কর পাল ,
বাড়ি এম বিবি ক্লাব, বলরাম সাহা, বাড়ি যোগেন্দ্র নগর, কিংকর দাস, বাড়ি লেইক চৌমুহনী।
0 মন্তব্যসমূহ