ডেস্কও ব্যুরোঃ গোপন সংবাদের ভিত্তিতে তিন নেশা কারবারিকে আটক করলো রাজধানীর
রামনগর ফাঁড়ি থানার পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায় এই তিন নেশাকারবারি দীর্ঘদিন ধরে ভাঁটি অভয়নগর সংলগ্ন
বিটারবন এলাকায় নেশা সামগ্রী বিক্রয় করে আসছে। এই নিয়ে এলাকাবসিদের পক্ষ থেকে
পুলিশকে অবগত করা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার ধৃতরা বিটারবন এলাকায় নেশা সামগ্রী
বিক্রয় করতে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
সাথে সাথে রামনগর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নেশাকারবারিকে আটক
করে। ধৃতরা হল মিয়ামত হোসেন, বয়স ৩৩ বছর, রোহণ ছেত্রি,
বয়স ২৩ বছর, মিঠু সাহা, বয়স ২৭ বছর।
ধৃতদের সকলের বাড়ি ভাঁটি অভয়নগর এলাকায়। এইদিন ধৃতদের কাছ থেকে কোন নেশা সামগ্রী
উদ্ধার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

0 মন্তব্যসমূহ