
ডেস্কও ব্যুরোঃ করোনা পরিস্থিতির মধ্য়েই উপত্য়কায় ফের জঙ্গি হামলা ঘটল। শনিবার উত্তর
কাশ্মীরের সোপোরে জঙ্গিদের গুলিতে তিন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন বলে জানা
যাচ্ছে। জঙ্গি হামলায় আরও ২ জন জখম হয়েছেন।
হামলা প্রসঙ্গে দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে সিআরপিএফ-এর স্পেশাল ডিজি
জুলফিকর হাসান জানিয়েছেন, ”ওই এলাকায় একটা চেকপয়েন্ট ছিল। চেকপয়েন্ট লক্ষ্য়
করে জঙ্গিরা গুলি চালায়। পাল্টা জবাব দিই আমরা”।
সিআরপিএফ-এর মুখপাত্র
জানিয়েছেন, চেকপোস্ট লক্ষ্য় করে জঙ্গিরা গুলি চালায়। ওই চেকপোস্টে
সিআরপিএফ-এর ১৭৯ ব্য়াটেলিয়ন ও জম্মু-কাশ্মীর পুলিশের প্রহরা থাকে। হামলায়
জখম জওয়ানরা শ্রীনগরে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোপোরের পুলিশ সুপার
জাভেদ ইকবাল জানিয়েছেন, এলাকায় জঙ্গিদের উপস্থিতি রয়েছে এমনটা আঁচ করে
এলাকায় তল্লাশি অভিযান চালাই আমরায়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়।
উল্লেখ্য়, এ
নিয়ে কাশ্মীরে এক সপ্তাহে তিনবার হামলার ঘটনা ঘটল। শুক্রবার জম্মু-কাশ্মীরে
গুলির লড়াইয়ে ৪ জঙ্গির মৃত্য়ু হয়েছে। কিস্টওয়ার জেলায় গুলির লড়াইয়ে দুই
জঙ্গি নিহত হয়। এ ঘটনায় স্পেশাল পুলিশ অফিসারের মৃত্য়ু হয়েছে, জখম হয়েছেন
আরেক জন। এর আগে, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টার হয়।

0 মন্তব্যসমূহ