
ডেস্কও ওয়েব ডেস্কঃ লক ডাউনের মধ্যেও রাজ্য জুড়ে চোরের উপদ্রব অব্যাহত। প্রায় প্রতিদিন রাজ্যের
কোথাও না কোথাও চুরির ঘটনা সংগঠিত করে যাচ্ছে চোরের দল। লক ডাউনের মধ্যেই এইবার
চোরের দল থাবা বসাল রাজধানীর রামনগর ৬ নং রোড এলাকার এক বাড়িতে।
ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা চিন্ময় দাস। ওনার বাড়িতে ওনার নাতি
দীপরাজ রায় বসবাস করে। দাদুর বাড়িতে থেকে সে পড়াশুনা করে। লক ডাউনের আগে খোয়াই সে
নিজ বাড়িতে চলে যায় বাড়িতে তালা দিয়ে।

এরই মধ্যে মঙ্গলবার সকালে এলাকার লোকজন দীপরাজ রায়কে জানায় তার দাদুর বাড়ির
ঘরের দরজার তালা ভাঙ্গা। এই খবর পেয়ে সে ছুটে আসে দাদুর বাড়িতে। ঘটনাস্থলে সে এসে
দেখতে পায় ঘরের অভ্যন্তরে থাকা ল্যাপটপ, রান্নার গ্যাসের সিলিন্ডার সহ বহু মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরের দল। সাথে
সাথে সে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করে ঘটনার
তদন্তে নেমেছে।

0 মন্তব্যসমূহ