
ডেস্কও ব্যুরোঃ লক ডাউনের মধ্যেও রাজধানীতে চোরের উপদ্রব অব্যাহত। গত বুধবার ১লা এপ্রিল, রাতে চোরের দল
থাবা বসায় রাজধানীর বটতলা ফাঁড়ি থানার অন্তর্গত হাওড়া মার্কেটের এক হোটেলে। হোটেলের পিছনের দরজা ভেঙ্গে চোরের দল হোটেলে প্রবেশ করে। এবং হোটেল থেকে
বিভিন্ন সামগ্রী নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা হোটেলের পিছনের
দরজা খোলা দেখে হোটেল মালিককে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হোটেল
মালিক। এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বটতলা ফাঁড়ি থানার পুলিশ।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এনিয়ে হোটেল মালিক জানান আনুমানিক দুইমাস
পূর্বেও এই হোটেলে একবার চুরি হয়েছিল। তখন চোরের দল দুইটি রান্নার গ্যাসের
সিলিন্ডার নিয়ে গেছে।
0 মন্তব্যসমূহ