
ডেস্কও ব্যুরোঃ সোমবার সকালে আগুনে ভষ্মিভূত হয়ে গেল দক্ষিণ হুরুয়ার মোহম্মদ
চাঁন মিয়ার কাঠের গুদামঘর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থেকে দমকল
বাহিনী।
জানা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ
আনুমানিক 15 লক্ষ টাকা। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হল তা স্পষ্ট নয়। অগ্নিকান্ডের কারণ খতিয়ে
দেখা হচ্ছে।
এদিকে মালিক মোহম্মদ চাঁন মিয়া জানান এই গুদাম ঘরে কোন বিদ্যুৎ সংযোগ ছিল না।
তার উপর নিজ ঘড়ের পাশে ছিল গুদাম ঘরটি। আচমকা আগুন দেখতে পান তিনি। কিভাবে আগুন
লাগল কাঠের গুদাম ঘরে তা স্পষ্ট নয় তার কাছে। দমকল বাহিনী দ্রুত না আসলে তাদের বসত
ঘর আগুনের গ্রাসে চলে যেতে পারত।

অন্যদিকে দমকল কর্মীদের বক্তব্য ঘটনা স্থলে আসতে তাদের বেশ বেগ পেতে হয়। লক
ডাউনের ক্ষেত্রে গ্রামের মধ্যে যাতে বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে তার জন্য
জায়গায় জায়গায় বসানো হয় বাঁশের ব্যারিক্যাড। সেই ব্যারিক্যাড ভেঙ্গে যেতে তাদের
বেশ সমস্যায় পড়তে হয়। তার পরেও আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছেন। কিভাবে আগুন
লাগলো তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

0 মন্তব্যসমূহ