About Me

header ads

বুধবার থেকে কাজ শুরু হলো ত্রিপুরা বার এসোসিয়েশানে!


ডেস্কও ব্যুরোঃ বুধবার থেকে পুনঃরায় কাজ চালু করা হয়েছে ত্রিপুরা বার এসোসিয়েশানে। তবে সরকারের নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বর্তমানে কাজ চালিয়ে যাওয়া হবে জনগণের স্বার্থে।
ত্রিপুরা বার এসোসিয়েশানের সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস জানান মার্চ মাসের ২৪ তারিখ উচ্চ আদালত একটা নির্দেশিকা জারি করেছিল, তাতে বলা হয়েছিল জুডিশিয়ারি একেবারে বন্ধ করে দেওয়া যাবে না। লক ডাউনের মধ্যে শুধুমাত্র জরুরি কাজ গুলি চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। সেই মোতাবেক এতদিন জরুরি কাজ গুলি চালিয়ে যাওয়ার হয়েছে। কিন্তু  ত্রিপুরা বার এসোসিয়েশান বন্ধ রাখা হয়েছিল। কারন  ত্রিপুরা বার এসোসিয়েশানে প্রচুর ভির হয়।
এতদিন বন্ধ ছিল  ত্রিপুরা বার এসোসিয়েশান। পরবর্তী সময় লক ডাউন কিছুটা শিথিল করার পর জনস্বার্থে, জনগণের সুবিধা চিন্তা করে  ত্রিপুরা বার এসোসিয়েশানে কাজ চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উচ্চ আদালত ও সরকারের নির্দেশিকা মেনে বর্তমানে ত্রিপুরা বার এসোসিয়েশানে কাজ চালিয়ে যাওয়া হবে বলে জানান ত্রিপুরা বার এসোসিয়েশানের সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ