About Me

header ads

লকডাউনের তৎপর রাজ্যের ওজন ও পরিমাপ এবং খাদ্য দপ্তরের টাস্ক ফোর্স!


ডেস্কও ব্যুরোঃ লক ডাউনের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে অভিযান জারি রেখেছে ওজন ও  পরিমাপ এবং খাদ্য দপ্তরের টাক্স ফোর্স। নিয়মিত ভাবে বাজার গুলিতে চলছে নজর দারি। মূল্যনিয়ন্ত্রণ, কালোবাজারি রোধ এবং গুনগত মান সঠিক রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখছে টাস্ক ফোর্সের দলটি।
শুক্রবার রাজধানীর বড়দোয়ালী এলাকায় নিম্বার্স মার্ট নামে একটি ষ্টেশনারী দোকানে অভিযান চালায় টাস্ক ফোর্সের দলটি। পণ্য সামগ্রীর ক্ষেত্রে সঠিক নিয়ম বজায় না থাকায় দোকান মালিকের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হয়। সিল করে দেওয়া হয় দোকানটি।
প্যাকেট করা পণ্য সামগ্রীর গায়ে ওজন, তারিখ না লেখা থাকায় এই সিদ্ধান্ত নেয় অভিযানকারী দলটি। বাজেয়াপ্ত করা হয় মেয়াদ উত্তীর্ণ সামগ্রী। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানায় তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ