ডেস্কও ওয়েব ডেস্কঃ লক ডাঊনকে উপেক্ষা করে অন্যান্য দিনের ন্যায় শনিবারও রাজধানীর রাজপথ সহ
বিভিন্ন গলি রাস্তায় বেরিয়ে পরে বহু রিক্সা। তবে এইদিন আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে
কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। এই দিন যে সকল রিক্সা চালক এইদিন রাজধানীতে
বেরিয়েছেন তাদের প্রায় সকলকে আটক করে রাজবাড়ী প্রাঙ্গণে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয় বলে অভিযোগ।
সকাল থেকে আরক্ষা প্রশাসনের অভিযানের ফলে এইদিন বহু রিক্সা চালককে রিক্সা সহ
আটক করতে সক্ষম হয় পুলিশ। এইদিকে যে সকল রিক্সা চালককে রিক্সা সহ আটক করা হয়েছে
তাদের কারো বক্তব্য তারা রোগী নিয়ে হাসপাতালে এসেছিলেন কেউ আবার রোজগারের তাগিদে বেরিয়ে ছিলেন।
আবার কোন কোন রিক্সা চালকের বক্তব্য এক মাস যাবত রিক্সা চালাতে পারছে না তারা।
ফলে তাদের রুটি রোজগার নেই। সংসারের চাকা থমকে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই
তারা বাধ্য হয়ে রিক্সা নিয়ে রাস্তায় বেরিয়েছেন।

0 মন্তব্যসমূহ