About Me

header ads

আই.জি.এম হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য!


ডেস্কও ব্যুরোঃ রাজধানীর আই.জি.এম হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল।
ঘটনা শনিবার সকালে। ঘটনার বিবরণে জানা যায় রাজধানির বর্ডার গোলচক্কর এলাকার বাসিন্দা সন্ধ্যা সরকার। বৃহস্পতিবার শারীরিক অসুস্থতার কারনে সন্ধ্যা সরকারকে আই.জি.এম হাসপাতালে নিয়ে আসে বাড়িতে থাকা দুই ভাড়াটিয়া। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেন। সেই মোতাবেক সন্ধ্যা সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে শনিবার হাসপাতালের শৌচালয়ে সন্ধ্যা সরকার নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। সন্ধ্যা সরকারের চিৎকার শুনে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ছুটে গিয়ে আগুন নিভায়। ততক্ষণে সন্ধ্যা সরকারের শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ অগ্নিদগ্ধ মহিলার বয়ান লিপিবদ্ধ করতে চাইলেও ব্যর্থ হয়। কারন মহিলা কথা বলতে পারে নি। পশ্চিম মহিলা থানার এক মহিলা পুলিশ অফিসার জানান অগ্নিদগ্ধ মহিলার মেয়ে ও মেয়ের জামাই রয়েছে। তাদেরকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর তাদের সাথে কথা বলা হবে। তবে হাসপাতালের শৌচালয়ে দেশলাই কোথায় থেকে পেল তা নিয়ে ধুঁয়াশায় সকলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ