About Me

header ads

প্রতিবেশীর দাঁয়ের কোপে রক্তাত্ব গ্রাম প্রধানের স্বামী!


ডেস্কও ব্যুরোঃ প্রতিবেশীর পারিবারিক কলহের জেরে রক্তাত্ব হতে হল গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীকে। ঘটনা বীরগঞ্জ থানার অন্তর্গত দেববাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তরগত কামারিয়াখলা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, এলাকার বাসিন্দা কার্তিক দাস প্রায় সময়ই তার স্ত্রীর সাথে ঝগড়া করে। এই নিয়ে দেববাড়ী গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকবার সালিশি সভা হয়। মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা নিয়ে কুপিয়ে হত্যা করার জন্য উদ্যত হয় স্বামী কার্তিক দাস। উন্মত্ত স্বামীর হাত থেকে রক্ষা পেতে প্রতিবেশী তথা গ্রামের প্রধানের বাড়ীতে আশ্রয় নেয় স্ত্রী। পিছু পিছু হাতে ধারালো দা নিয়ে ছুটে যায় কার্ত্তিক দাসও। তখন গ্রামের প্রধানের স্বামী শ্যামল দাসকে সামনে পেয়ে তার উপর হামলে পড়ে কার্তিক। ধারালো দায়ের কোপে গুরুতর ভাবে আহত হয় শ্যামল দাস। গুরুতর ভাবে আহত অবস্থায় শ্যামল দাসকে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করে দেন।
এইদিকে ঘটনার পর অভিযুক্ত কার্তিক দাস পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ