About Me

header ads

রাজ্যে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ শিক্ষা দপ্তরের!


ডেস্কও ব্যুরোঃ করোনা উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৩ মে পর্যন্ত সমগ্র দেশের লকডাউন এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এই অবস্থায় রাজ্যে ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল শিক্ষা দপ্তর।
বর্তমানে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজে যেতে পারছে না। লক ডাউনের আগে থেকেই স্কুল কলেজ ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষা দপ্তর চিন্তা ভাবনা করেছে ১৮ এপ্রিল থেকে বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে অনলাইন ক্লাস চালু করার। ছেলে মেয়েরা বাড়িতে বসেই সবকিছু দেখতে পাবে। সিলেবাস অনুযায়ী ক্লাস নেবে শিক্ষক-শিক্ষিকারা। রুটিন অনুযায়ী রেকর্ডিং করে চালানো হবে বৈদ্যুতিন সংবাদ-মাধ্যমে।
এই বছর গ্রীষ্মের ছুটি কেন্সেল করে দেওয়া হয়েছে। তবে স্কুল কলেজ খুললেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাই কি করা যায় এই বিষয়ে বুধবার বৈঠক করা হয়েছে। কি ভাবে কি করা যায় এই বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। শিক্ষা দপ্তরের এই উদ্যোগ সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের জানান শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ