
ডেস্কও ব্যুরোঃ মোহনপুর রাঙ্গাছড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার
মহকুমার বামুটিয়ার দুর্গাবাড়ি এলাকার এক হোটেল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার এক
নাবালিকার অগ্নিদগ্ধ মৃতদেহ।
১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় শুক্রবার। এই
এলাকার বাসিন্দা মৃতা। জানা গেছে মৃত নাবালিকা ভোর রাত্রি অবধি বাড়িতে থাকলেও সকাল
৬ টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজা খুজির পর বাড়ি থেকে ২০০ মিটার
দূরে জঙ্গলে পাওয়া যায় তাঁর মৃতদেহ। সেই স্থানের পাশে নাবালিকার জুতো উদ্ধার হয়।
একই সঙ্গে পাওয়া যায় আগুনে পুড়ে যাওয়া প্লাস্টিকের তেলের ড্রাম।
খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় পশ্চিম জেলার এস পি মানিক দাস। একই সঙ্গে যায়
এয়ারপোর্ট থানার পুলিশ। মৃতার কাকা জানান তাদের বাড়িতে থাকে খোয়াইয়ের এক যুবক। সেই
প্রথম মৃতদেহ দেখতে পায়। কিভাবে এই ঘটনা ঘটল তা স্পষ্ট নয় কারুর কাছে। রহস্য জনক
ভাবে নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য কোন রহস্য রয়েছে কিনা মৃত্যুর পেছনে
তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

0 মন্তব্যসমূহ