About Me

header ads

মাস্ক পড়া বাধ্যতামূলক; আদেশ জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব!


ডেস্কও ব্যুরোঃ কেন্দ্রীয় নির্দেশিকা এখন থেকে অত্যন্ত প্রয়োজনে বাড়ির বাইরে বেরুতে হলে মুখে মাস্ক পড়া বাধ্যতা মূলক। একই সঙ্গে সমস্ত অফিস ও পি এস ইউ গুলিতে যারা কর্মরত অবস্থায় রেখেছেন তাদেরও মাস্ক পড়া বাধ্যতা মূলক করা হয়েছে।
সার্বজনীন এবং কর্মক্ষেত্রে মুখে মাস্ক পড়া বাধ্যতামূলক করে এক আদেশ জারি করেছেন মুখ্যসচিব। ঘরে বা অন্য খানে তৈরি করা মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে করে কোভীড-১৯ এর ট্রান্সমিশন চেইন ভাঙ্গা এবং মহামারি প্রতিরোধে সাহায্য করবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ঘড়ে তৈরি মাস্ক প্রস্তিতি চলছে বিভিন্ন স্থানে। আগরতলা পুর নিগমের অন্তর্গত স্ব- সহায়ক দল গুলিও মাস্ক তৈরির বরাত পেয়েছে। সেই মোতাবেক চলছে ঘরে তৈরি করা মাস্ক। প্রদেয় নির্দেশিকা মেনে কাপড়ের এই মাস্ক তৈরি করছেন অনেকেই। রাজধানীর বন মালিপুরে এই মাস্ক তৈরি করা হচ্ছে। চাহিদা অনুযায়ী বাজারে মাস্কের যোগান দেওয়া সম্ভব কর হচ্ছে। কাজ পাচ্ছেন মহিলারা।
অন্যদিকে এই মাস্ক তৈরির মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অন্যদের সুরক্ষিত রাখতে সহায়ক হবে বলে জানান মহিলারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ