
ডেস্কও ব্যুরোঃ নিজ ঘর থেকে উদ্ধার মা ও মেয়ের ঝুলন্ত মৃতদেহ। ঘটনা রাজধানী
সংলগ্ন আড়ালিয়ার মধ্যপাড়া এলাকায়। বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় দিন মজুর হরিভক্ত
সাহা কাজ থেকে বাড়ি ফেরেন। ঘরের দরজায় এসেই আঁতকে উঠেন তিনি। দেখতে পান ঘরে ঝুলন্ত
অবস্থায় রয়েছে ২২ বছর বয়সী স্ত্রী জ্যোৎস্না পাল সাহা ও ৪ বছরের শিশু কন্যা
সুস্মিতা সাহা। তার চিৎকারে ছুটে আসে আশপাশের মানুষ। খবর দেওয়া হয় পুলিশকে।

ঘটনা স্থলে যায় পূর্ব মহিলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য
হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। মা ও মেয়ের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায়
শোঁকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার বিষয়টি স্পষ্ট নয়। গৃহকর্তা হরিভক্ত সাহা
জানান তার স্ত্রী বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। মাঝে চিকিৎসকের পরামর্শও নেন।
সেই মোতাবেক চিকিৎসক স্ত্রীকে ঔষধ দেয়। পরবর্তী সময় সমস্যা বাড়লে আইজিএম হাপাতালে
যাওয়ার পরামর্শ দেয় চিকিৎসক। কিন্তু মাঝে লক ডাউন পরে যাওয়ায় স্ত্রীকে নিয়ে
হাসপাতালে যেতে পারেন নি। এরই মাঝে এই কাণ্ড ঘটনায় স্ত্রী।

0 মন্তব্যসমূহ