About Me

header ads

শিবলিঙ্গের আবির্ভাব, কৌতূহলী মানুষের ভীড়!


ডেস্কও ব্যুরোঃ গর্জনমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে শিবলিঙ্গের আবির্ভাব। কৌতূহলী মানুষের ভীড়। ভীড় কমাতে পুলিশের লাঠিচার্জ।
ঘটনার বিবরণে জানা যায় এইদিন কাঁকড়াবন থানার অন্তর্গত  গর্জনমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এলাকার লোকজন বিদ্যালয়ের ময়দান সাফাই করতে যায়। তখনই এক ব্যক্তির দেখতে পান একটি শিবলিঙ্গ। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পরে এলাকায়। এলাকার লোকজন শিবলিঙ্গ দেখতে ঘটনাস্থলে ভির জমায়।
এইদিকে ঘটনার খবর পেয়ে আরক্ষা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। কৌতূহলী মানুষ শিবলিঙ্গ দেখার জন্য ভিড় জমায়। ভিড় নিয়ন্ত্রনে আনতে হাল্কা লাঠি চার্জ করতে হয় পুলিশকে। এইদিকে এলাকার লোকজন শুরু করে দিয়েছে পূজার্চনা। দাবি উঠেছে মন্দির স্থাপনের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ