
ডেস্কও ব্যুরোঃ রাজ্য সরকার কোভিড-১৯ এর বিরুদ্ধে যারা প্রথম সারিতে থেকে লড়াই
করছে তাদের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। কারন তারা সুস্থ না থাকলে এই অদৃশ্য শত্রুর
বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সরকারের প্রথম অগ্রাধিকার তাদের জন্য।
শনিবার টাটা ট্রাস্টের পক্ষ থেকে উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণের হাতে ৫০০ PPE
তুলে দেওয়া হয়। এই PPE গ্রহণ করার পর এই কথা জানান উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু
দেববর্মণ।
গত কিছুদিন আগে রতন টাটার উদ্দেশ্যে কোভিড-১৯ মোকাবেলায় সরঞ্জাম প্রদান
করে সহায়তার জন্য চিঠি লিখেছিলেন তিনি।সেই মোতাবেক টাটা ট্রাস্টের পক্ষ থেকে ৫০০ PPE
এইদিন উপ-মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

0 মন্তব্যসমূহ