About Me

header ads

রাজ্যের কর্মরত চিত্র সাংবাদিকদের জন্য স্যানিটাইজার এবং মাস্ক বিতরন!


ডেস্কও ব্যুরোঃ অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন এবং ইন্দো- বাংলা চেম্বার অফ কমার্সের উদ্যোগে বৃহস্পতিবার ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের হাতে কর্মরত চিত্র সাংবাদিকদের জন্য স্যানিটাইজার এবং মাস্ক প্রদান করা হয়। উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার এই সমস্ত সামগ্রী তুলে দেন ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের হাতে।
চিত্র সাংবাদিকরা দিন রাত সঠিক সংবাদ সংগ্রহ করে চলেছেন। রাজ্যের মানুষের কাছে এই সংবাদ পৌঁছে দিতে উদ্যোগ তাদের অব্যাহত। কোভিড-১৯ এর বিরুদ্ধে যারা লড়াই করছেন সমাজ ও রাজ্যবাসীর স্বার্থে তাদের মধ্যে অন্যতম গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছেন সাংবাদিকেরা।
এই যুদ্ধের সময় তাদের সুরক্ষা সামগ্রী প্রদানের উদ্যোগ নিঃসন্দেহে  ধন্যবাদ যোগ্য। কেবল শহরেরই নয়। রাজ্যের প্রত্যন্ত অঞ্চল গুলিতেও একই ভাবে কাজ করে চলেছেন সাংবাদিকেরা। সাহসিকতার সঙ্গে এই লড়াইয়ে সামিল তারা। এটা সমাজের পক্ষ থেকে তাদের কুর্নিশ জানানো বলে জানান উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ