
ডেস্কও ব্যুরোঃ রেশন সামগ্রী নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লো পণ্যবাহী
লড়ি। আহত হল গাড়ি চালক জাবেদ হোসেন।
ঘটনা কৈলাসহর-কুমারঘাট প্রধান সড়কের জলাই বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে
জানা যায় কৈলাশহর কুমারঘাট প্রধান সড়কের জলাই বাজার সংলগ্ন এলাকার লোহার সেতুটি
বিগত ৫ মাস পূর্বে ভেঙ্গে পরে। তার পর লোহার সেতুর পাস দিয়ে তৈরি করা হয় অস্থায়ী
মাটির রাস্তা। সেই রাস্তা দিয়ে বিগত ৫ মাস ধরে যান বাহন চলাচল করছিল।

বৃহস্পতিবার রেশন সামগ্রী নিয়ে একটি লড়ি এই রাস্তা দিয়ে গোডাউনের উদ্দেশ্যে
যাচ্ছিল। তখনই রাস্তার পাসের মাটি ভেঙ্গে গাড়িটি দুর্ঘটনার কবলে পরে। রাস্তা থেকে
উল্টে গাড়িটি ছড়ায় পরে যায়।
সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এইদিকে প্রত্যক্ষ দর্শীরা জানান রাস্তার
কারনে এই দুর্ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ লোহার সেতুটি ভেঙ্গে পড়ার পর দপ্তর থেকে
বলা হয়েছিল দ্রুত সেতুটি সারাই করা হবে। কিন্তু এখনো সেতুটি সারাই করা হয়নি। ফলে
অস্থায়ী মাটির রাস্তায় দুই দিন পর পর দুর্ঘটনার কবলে পড়ছে যান বাহন।

0 মন্তব্যসমূহ