About Me

header ads

কাঁটাতারের ওপারে বসবাসকারী ভারতীয় নাগরিকদের কাছে রেশন সামগ্রী পৌঁছে দিল বিএসএফ!


ডেস্কও ব্যুরোঃ বুধবার কলমচৌড়ার ১নং রেশন ডিলার  জাহেদ মিয়া খান সিমান্তবর্তী গ্রাম আদমপুরে ২১ জন রেশন কার্ড হোল্ডারদের হাতে বিনামুল্যে চাল তুলে দেন। এই রেশন সামগ্রী ৯২নং পিলারের সিমান্তের ওপারে বসবাসকারী ভারতীয় নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কলমচৌড়া বি ও পি-র বিএসএফ জওয়ানেরা উদ্যোগ নেয়। বিশেষ ভাবে উদ্যোগ নেয় কোম্পানী কামান্ডার কে এল বোরা এবং আই বি ইন্সপেক্টর।
রেশন ডিলারের অনুরোধে এই সহায়তা করে বি এস এফ। লক ডাউন থাকায় সিমান্তে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ কারনে কেবল মাত্র খোলা হচ্ছে গেইট। এই অবস্থায় বি এস এফ জওয়ানদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে সিমান্তে কাঁটাতারের ওপারে বসবাসকারী ভারতীয় নাগরিকেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ