ডেস্কও ব্যুরোঃ কোভীড -১৯ সম্পর্কে আগাম কোন মন্তব্য দেওয়ার অধিকার কারুর নেই।
একমাত্র দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সম্পর্কে বক্তব্য রাখবে অন্য
কারুর এই ক্ষেত্রে মন্তব্য প্রকাশ করার অধিকার নেই।
উদ্দেশ্য মূলক ভাবে যারা এই ধরনের সংবাদ পরিবেশন করছে তাদের বিরুদ্ধে সরকার
নিরব থাকবে না। অনেক সতর্ক থাকতে হবে। সামজিক দূরত্ব মেনে চলে এই করোনার সংক্রমণ
রোখা সম্ভব। এই নীতি সকলেই মেনে চলছে। বিষয়টির গুরুত্ব সকলকে বুঝতে হবে।

বৃহস্পতিবার কোভিড-১৯ সম্পর্কে বলতে গিয়ে এই কথা বলেন আইন মন্ত্রী রতন লাল
নাথ। সঙ্কটের এই পরিস্থিতিতে সকলে মিলে আতঙ্কিত না হয়ে নির্দেশিকা মেনে চলার
আহ্বান জানান তিনি।
সংবাদ মাধ্যম, স্যোস্যাল
মিডিয়ার সঙ্গে যুক্ত সকলের কাছে আহ্বান জানান এই পরিস্থিতিতে একটি আইন লাগু রয়েছে।
এই আইন অনুযায়ী কোন ধরনের গুজব এবং ভুয়া সংবাদ ছড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে। এর থেকে বিরত থেকে বর্তমান পরিস্থিতিতে সকলকে সহযোগিতা করার আহ্বান
জানান মন্ত্রী রতন লাল নাথ।

0 মন্তব্যসমূহ