About Me

header ads

ত্রিপুরায় আরও একজন কোভিড ১৯ আক্রান্তঃ মুখ্যমন্ত্রী


ডেস্কও ব্যুরোঃ আরও একজন করোনা আক্রন্ত রোগী রাজ্যে। এবার উত্তর জেলায়।  নিজের টুইটারে এক টুইট এর মাধ্যমে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীবিপ্লব কুমার দেব। রাজ্যের প্রথম রোগিণী যে ট্রেনে করে গৌহাটি থেকে রাজ্যে আসেন একি ট্রেনে উনিও ছিলেন।

৩২ বছরের এই ব্যক্তি মূলত মধ্যপ্রদেশের বাসিন্দা। কর্মসুত্রে তিনি  দামছরায় অবস্থান করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ