
ডেস্কও ওয়েব ডেস্কঃ আগামি ২৯ এপ্রিল মহাকরণে বিকাল ৪ ঘটিকায় সর্বদলীয় বৈঠকের আহ্বান করেছেন
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই বৈঠকে প্রত্যেক রাজনৈতিক দলের এক জন করে
প্রতিনিধি অংশ নেবেন।
সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান আইনমন্ত্রী রতন লাল নাথ।
এছাড়াও এই বৈঠকে থাকবেন বিরোধী দল নেতা, মুখ্য সচিব, উপমুখ্যমন্ত্রী,
মন্ত্রী সভার কয়েকজন প্রতিনিধি,
স্বাস্থ্য সচিব, অর্থ দপ্তরের সচিব, খাদ্য দপ্তরের সচিব সহ অন্যান্যরা।
কোভিড-১৯-কে সামনে রেখে আর কি কি করনীয় এবং অন্যান্য দলের কি ধরনের পরামর্শ
রয়েছে তা বৈঠকে তুলে ধরবেন সংশ্লিষ্ট দল গুলি। প্রত্যেক দলের সভাপতি বা সম্পাদক এই
বৈঠকে যাতে অংশ নেন টার আমন্ত্রণ জানানো হয়েছে। সর্ব দলীয় বৈঠক থেকে প্রাপ্ত মতামত
গুলি সরকার পরবর্তী সময়ে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।

0 মন্তব্যসমূহ