About Me

header ads

দেশে করোনায় গোষ্ঠী সংক্রমণ হয়নি: স্বাস্থ্যমন্ত্রক!


ডেস্কও ব্যুরোঃ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। তবে এখনও দেশে করোনায় গোষ্ঠী সংক্রমণ হয়নি বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
শুক্রবার সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেন, যদি দেশে গোষ্ঠী সংক্রমণ হত, তাহলে আমরাই প্রথম আপনাদের জানাতাম। কারণ, এজন্য় দেশবাসীকে আরও সতর্ক করতে হত
স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭৮। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭৮০। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৬। এদিকে, করোনা মোকাবিলায় দেশে হাইড্রক্সিক্লোরোকুইনের পরিমাণ তিনগুণ রয়েছে। দেশে প্রায় ৩.৩৮ কোটি ট্যাবলেট রয়েছে বলে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে।
করোনা পরীক্ষা দ্রুত করার লক্ষ্যে শুক্রবার ট্রুন্য়াট বেটা কভ পদ্ধতি প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে আইসিএমআর। এদিন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, ভারতে গত ২৪ ঘণ্টায় ১৬,০০২ পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ০.২ শতাংশ পরীক্ষার ফল পজিটিভি পাওয়া গিয়েছে। রাজ্য গুলিতে প্রায় ৯ লক্ষ এন-৯৫ মাস্ক রয়েছে বলে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ