About Me

header ads

হত্যা নাকি আত্মহত্যা? নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য!


ডেস্কও ব্যুরোঃ হত্যা নাকি আত্মহত্যা। বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মনচন্দ্র পাড়া এলাকায় এক মহিলার মৃত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য দেখা দিয়েছে।  মৃতার নাম শ্রিতি দেববর্মা। বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানা গেছে।
নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে জঙ্গল থেকে উদ্ধার হয়  শ্রিতি দেববর্মার মৃত দেহ। মৃতার ছেলে এইদিন প্রথম মৃতদেহ দেখতে পায়। ঘটনার খবর পেয়ে বিলোনিয়া মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
পুলিশের প্রাথমিক অনুমান মৃত মহিলা আত্মহত্যা করেছে। তবে জানা গেছে বুধবার মহিলার সাথে বাড়ির লোকের বিবাদ হয়েছে। তারপর থেকে নিখোঁজ ছিল মৃত মহিলা। নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ