
ডেস্কও ওয়েব ডেস্কঃ প্রথম ২১ দিনের লক ডাউন অত্যন্ত কঠোর ছিল। কেন্দ্রীয় সরকার বিশেষজ্ঞদের সঙ্গে
আলোচনা করে লক ডাউনে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে। কেবল লক ডাউন করলেই হবেনা।
প্রধানমন্ত্রীর নজরে আছে কৃষকরা যদি উৎপাদন বৃদ্ধি না করে তাতে আগামী দিনে
সমস্যা হবে। তার জন্য কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সরকার যতটুকু সম্ভব
বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এই ছাড়ের ঘোষণা করছে। খুলেছে বইয়ের দোকান। শুরু
হয়েছে পরীক্ষার খাতা দেখার কাজ।
কিছু কিছু দোকান খোলার প্রশ্ন উঠেছে। সিঙ্গেল দোকান খোলার অনুমতি দিয়েছে। এক
সঙ্গে জমাট যাতে না বাঁধে তা দেখতে হবে। কিছু ছাড় মেলায় লোক জনের সংখ্যা বেড়েছে।
কিন্তু অযথা কেউ যাতে বাড়ি থেকে বের না হন তার বার্তা দেন মন্ত্রী রতন লাল নাথ।
এই কারণে লক ডাউনে পার্থক্য এসেছে। সব কিছুর উর্ধে হল মানুষকে বাঁচিয়ে রাখা।
এই ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার। রাজ্যের চিকিৎসকেরা এই করোনা মোকাবেলা
করতে সক্ষম তা প্রমানিত। নিয়মানুবর্তিতা দিয়েছে করোনা। এগুলি আগামী দিনেও মেনে
চলার আহ্বান জানান মন্ত্রী রতন লাল নাথ।

0 মন্তব্যসমূহ