About Me

header ads

সিট্যুর আন্দোলন কর্মসূচী জাতীয়বাদী নয়ঃ মন্ত্রী রতন লাল নাথ!


ডেস্কও ব্যুরোঃ সিট্যুর আন্দোলন কর্মসূচী নিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন তারা ন্যাশনালিস্ট নয়। তারা এন্টি ন্যাশনালিস্ট। এরা জাতীর স্বার্থে কথা বলেনা। বার বার পেছন থেকে ছুরী মেরেছে কমিউনিস্টরা। দেশ যখন একটা দুঃসময়ের মধ্যে চলছে তখন তাদের সহ্য হচ্ছে না।

একটা বিশেষ সম্প্রদায়ের কিছু কিছু মানুষ যেমন দেশের ক্ষতি করছে ঠিক তেমনি ভাবে কমিউনিস্টরা রাজ্যের ক্ষতি করছে।
তিনি সিট্যুর কাছে এই কর্মসূচী প্রত্যাহার করার আহ্বান জানান। নতুবা রাজ্যের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এটা কোন মতেই দেশ ও রাজ্যের মানুষ বরদাস্ত করবে না। সমস্ত জনগণ এখন এক রয়েছে।
রাজ্য সরকার রাজস্থানের কোটাতে থাকা রাজ্যের ১০০ উপর ছেলেমেয়েকে ফিরিয়ে আনার চিন্তা করছে। কিন্তু সবটাই হবে আইন কানুন ও নির্দেশ মেনে। যা করা হচ্ছে দেশের স্বার্থে। তাই দেশের স্বার্থকে সবার উপর রাখতে হবে।
তারপর নিজের স্বার্থ। এই স্বার্থের উপর কোন স্বার্থ হতে পারে না বলে স্পষ্ট করে দেন মন্ত্রী রতন লাল নাথ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ