About Me

header ads

করোনা মোকাবিলায় দেশে হচ্ছে না গণপরীক্ষা: রাহুল

ডেস্কও ব্যুরোঃ করোনা পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা নিয়ে ফের সোচ্চার হলেন রাহুল গান্ধী। করোনাভাইরাস মোকাবিলায় গণপরীক্ষা জরুরি, কিন্তু দেশে তা হচ্ছে না, এ ভাষাতেই ক্ষোভপ্রকাশ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে, বিশ্বের অনেক দেশের থেকে ভারত ভাল অবস্থায় রয়েছে বলে এদিন জাতির উদ্দেশে ভাষণে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে প্রসঙ্গে রাহুল পাল্টা বলেছেন, লাওস, নিগার, হন্ডুরাসের মতো দেশগুলির মতো অবস্থায় রয়েছে ভারত।

ঠিক কী বলেছেন রাহুল গান্ধী?
টুইটারে কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘করোনা পরীক্ষার কিট কিনতে দেরি করেছে ভারত। দেশে নমুনা পরীক্ষার হার প্রতি ১০ লক্ষ মানুষের মধ্য়ে ১৪৯। আমরা লাওস, নিগার, হন্ডুরাসের মতো দেশগুলির মতো অবস্থায় রয়েছি। করোনা রুখতে গণপরীক্ষা জরুরি। বর্তমানে সেই জায়গায় পৌঁছতে পারেনি দেশ”।
এদিকে, করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জাতির উদ্দেশে ভাষণে মোদী ঘোষণা করেছেন, ‘হটস্পট ও নতুনভাবে হটস্পট হতে পারে এমন এলাকায় ২০ এপ্রিল পর্যন্ত কড়া নজরদারি চলবে। যেখানে পরিস্থিতি স্বাভাবিক সেখানে কিছু ছাড় দেওয়া হতে পারে।’ বুধবার প্রকাশিত হবে লকডাউনের গাইডলাইন।
উল্লেখ্য়, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে দেশে মোট করোনা আক্রান্ত ১০,৩৬৩ জন। যাঁদের মধ্যে ১০৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যুর সংখ্যাও বেড়ে হয়েছে ৩৩৯।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ